কুরবান

শোণিতে বেদ ত্রিপিটক
বাম হাতে বাইবেল ডান হাতে কুরআন
মগজে মনসুর হাল্লাজ
বাম হাতে গীতাঞ্জলি ডান হাতে মসনবি শরিফ
চেতনায় নজরুল খৈয়াম হাফিজ।

"এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই"
বিবেকি পরাণ শুধু আকুলি-বিকুলি করে প্রাণ হরণে
বিগত জিকির ধ্যানে, পঠন পাঠনে বিবর্তিত চিন্তায়
মনের বিরিষ শিং উছিয়ে গুতা দেয় বিবেকি কলবে

প্রাণী নয় মনের পশু কে করি কুরবান।