গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সাথে  উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক , শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সূধী জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। 

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সোমবার বেলা ১১টার দিকে শোক দিবস উপলক্ষে দাড়িয়ে এক মিনিঠ নিরাবতা পালন করা হয়। এরপর পরিচয়পর্ব শেষে সকলের সহযোগিতা কামনা করে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন বক্তব্য রাখেন।

উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মিজানুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আব্দুল রাফিউল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা কৃষি অফিসার ছাহেরা বানু, প্রকৌশলী ছাবের আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, প্রাথমিক শিক্ষা অফিসার রওনক আকতার, থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, সালমারা ইউপ চেয়ারম্যান আমির হোসেন শামীমসহ মক্তিযোদ্ধা, সংবাদিক, স্কুল কলেজের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী গণ উপস্থিত ছিলেন।

(এসআরডি/এসপি/আগস্ট ২০, ২০১৮)