গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সেরর জরুরি বিভাগে প্রত্যাশিত চিকিৎসা সেবা পেতে ব্যর্থ এক মুমূর্ষু প্রসূতির অবশেষে অটো-চার্জারেই সন্তান প্রসব করেছেন রবিবার দিনগত ভোর রাতে।

জানা গেছে, উপজেলার কিশোরগাড়ী ইউপির আন্দুয়া গ্রামের প্রসূতি দম্পতির গৃহকর্তা অটো-চার্জার চালক মহেদুল ইসলাম তার স্ত্রী রুমানা বেগম (২৫) সম্ভাব্য সন্তান প্রসব বেদনায় গুরুতর হয়ে পড়লে অবস্থা বে-গতিক দেখে ভোররাতে অটো-চার্জারযোগে স্ত্রীকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

রাত সাড়ে ৩ টার দিকে স্ত্রীর অসুস্থতায় বিচলিত স্বামী হাসপাতালের জরুরি বিভাগের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

কিন্তু জরুরি বিভাগে ওই সময় দায়ীত্বরত সংশ্লিষ্টদের উদাসিনতায় চিকিৎসা সেবা পেতে ব্যর্থ হন।

প্রসূতির নিরুপায় স্বামীসহ পরিবারের অন্যরা দ্রুত হাসপাতাল থেকে উপজেলা সদর অভিমুখে আসার পথে স্থানীয় গাইবান্ধা বাস স্ট্যান্ডে প্রসূতি প্রসব বেদনায় ছটপটসহ কাতর হয়ে পড়েন।

এক পর্যায় রাত প্রায় ৪ টার দিকে অটো-চার্জার অভ্যন্তরেই ফুঁটফুটে একটি ছেলে সন্তান প্রসব করেন।
এলাকার সর্বস্তরের সচেতন মহল এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের যথাযথ জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

(এসআইআর/এসপি/আগস্ট ২০, ২০১৮)