গাইবান্ধা প্রতিনিধি : প্রেসক্লাব গাইবান্ধা আল-মদিনা সুপার মার্কেট (গোরস্থান মোড়) গাইবান্ধায় সাধারণ সম্পাদক খালেদ হোসেনের আহবানে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। 

সভাপতি ও সংগঠনিক সম্পাদকসহ কতিপয় সদস্য সংগঠন পরিপন্থি কাজ করায় সর্ব সম্মতিক্রমে গঠন তন্ত্রের ৭ (ক) নং ধারায় তাদেরকে বহিস্কার করে সিনিয়র সহÑসভাপতি নেয়ামুল আহসান পামেলকে সভাপতি (দৈনিক নব জীবন), খালেদ হোসেনকে সাধারণ সম্পাদক (এশিয়ান টিভি) ও শহিদুল ইসলাম খোকন কে সাংগঠনিক সম্পাদক (দৈনিক আমাদের কন্ঠ) করে ৩৭ সদস্য বিশিষ্ট প্রেসক্লাব গাইবান্ধার কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ রুপম মিয়া (দৈনিক সকালের খবর), সহ-সভাপতি বিমল কুমার সরকার (পরিবর্তন নিউজ ২৪ডটকম) সহ-সভাপতি: আতাউর রহমান ( দৈনিক মুক্ত খবর) যুগ্ম-সম্পাদক জাবেদ হোসেন (ঢাকা টাইমস্), যুগ্ম-সম্পাদক- আতিকুর রহমান আতিক (নিউজ ৭১ডটকম) সহ-সংগঠনিক সম্পাদক আঃ সামাদ (দৈনিক কালের কথা) কোষাধ্যক্ষ: সৈয়দ ফিরোজ হাসানুর রশিদ (দৈনিক আমাদের কন্ঠ) দপ্তর সম্পাদক: আবু জাফর মন্ডল (দৈনিক মুক্ত বার্তা) প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ সিরাজুল ইসলাম রতন (চ্যানেল এস পলাশবাড়ী) ক্রীড়া সম্পাদক: শহিদুল হক (দৈনিক আমাদের সময়), সমাজ কল্যাণ সম্পাদক: মাহাবুব মিয়া (দৈনিক হক ইনসাফ) মহিলা বিষয়ক সম্পাদক: মোছা: লাকী আক্তার, সাহিত্য ও সংষ্কৃতিক বিষয়ক সম্পাদক: আমিরুল ইসলাম কবির, কার্যনিবার্হী সদস্য: রবিন সেন (স্বাধীন সংবাদ), মোঃ আহসানুল হক (বিপ্লব), শাহজাহান আলী, শামিম মিয়া (ঢাকা প্রতিদিন), আবু হাসানুল হুদা রাশেদ (দৈনিক প্রথম ভোর), এ কে এম আরিফ আলাল (দৈনিক ভোরের আলো) খোরশেদ আলম, শাহ আলম, রাজীব সুলতান, মোঃ শহিদুল হক, মোঃ আবুসাঈদ, মোঃ ফজলার রহমান, মোনেয়েম সরকার, শহিদুল ইসলাম, লিটন মিয়া লাকু ( দৈনিক জাতীয় অর্থনীতি) ফেরদৌস রাব্বী ( দৈনিক জাগ্ররত বাংলাদেশ), নূরে শাহি আলম (দৈনিক মুক্ত সকাল), শিশির তালুকদার (প্রথম খবর), মোঃ নূরে আবু তৌফির আহমেদ তোহা, মোঃ সাইফুল ইসলাম (প্রথম কথা)।

(এসআইআর/এসপি/আগস্ট ২০, ২০১৮)