মংলা প্রতিনিধি : উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল থাকার কারণে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের বিরাজ করছে। বায়ুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং মংলা সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে মৌসুমী বায়ুর কারণে মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এছাড়া সাগর উত্তাল হয়ে উঠায় পানির চাপ বৃদ্ধি পেয়ে চলতি পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে মঙ্গলবার ডুবে গেছে মংলা শহর ও শহরতলীর রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়ি ও পুকুর। শহরের প্রধান সড়ক গুলোতে বিরাজ করছে হাটু সমান পানি। রাস্তাঘাট ছাড়িয়ে পানিতে ডুবে গেছে দোকান পাট। এমতাবস্থায় চরম দুর্ভোগে পড়েছে লক্ষাধিক পৌরবাসী। পানির চাপে পুকুরের পাশাপাশি তলিয়ে গেছে নিম্ন এলাকার চিংড়ি ঘের। দিনের প্রায় অর্ধেক সময় ধরে শহর তলিয়ে থাকায় সীমাহীন ভোগান্তীতে পড়েছে লক্ষাধিক পৌরবাসী। নদী-খাল দখল ও পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় জোয়ারের পানি উঠে তা নামতে না পারায় শহরের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
(এমআর/এএস/জুলাই ১৫, ২০১৪)