মৌলভীবাজার প্রতিনিধি : চলে গেলেন বৃহত্তর সিলেট অঞ্চলের লোক সাহিত্যের প্রাণ পুরুষ লেখক, গবেষক মাহফুজুর রহমান (৬২)।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত ৮ টার দিকে মৌলভীবাজার পৌর শহরের দক্ষিণ কলিমাবাদের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই বরেণ্য সাহিত্যিক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যাঙ্গনসহ দেশ-বিদেশে শোকের ছায়া নেমে আসে ।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মাহফুজুর রহমানের লাশ মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে রাখা হবে। সেখান থেকে জানাযার উদ্যেশে নিয়ে যাওয়া হবে শহরের হযরত সৈয়দ শাহমোস্তফা (রহঃ) দরগাহ প্রাঙ্গনে। দুপুর ২টার দিকে জানাযা শেষে দরগাহ সংলগ্ন কবরস্থানে দাফন তার সম্পন্ন করা হবে।

জানা যায়, বরেণ্য এই লেখক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

সাহিত্যিক মাহফুজুর রহমান ১৯৫৭ সালের ১ জানুয়ারী জেলার কমলগঞ্জ উপজেলার বাদে সোনাপুর গ্রামে জন্মগ্রহন করেন।

তিনি বাঙলা সাহিত্যের নানা শাখায় গবেষনা ও লেখালেখি করে আসছিলেন। মুক্তমনা লোক, গবেষক, প্রান্তিক জণগোষ্ঠির জীবন জিবীকার কথা, তাদের সংগ্রাম, লোক সাহিত্য, আদিবাসী নৃ-তাত্ত্বিক জণগোষ্ঠির সাংস্কৃতিক ঐতিহ্য, সমাজ ভাবনা, স্বদেশ চিন্তা, স্বদেশ প্রেম নিয়েই তার সাহিত্য ভাবনা। লেখক মাহফুজুর রহমানের সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে এ পর্যন্ত প্রকাশিত ও অপ্রকাশিত মোট ১৯টি সমৃদ্ধ গ্রন্থ রয়েছে।

(ওএস/একে/আগস্ট ২৪, ২০১৮)