কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হুমায়ুন কবির (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রবিবার রাতে উপজেলার উত্তর আড়াইবাড়িয়া (কাইছমা) গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র  মামুন মিয়া ব্যবসায়ী  কাজ শেষে বাড়ি ফেরার পথে আমান সরকার বাজার সংলগ্ন আনুহা এলাকায় সাইকেলের সাইড দিতে গিয়ে একই এলাকার শামছুউদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে শামছুউদ্দিনের লোকজন ব্যবসায়ী মামুন ও তার সহযোগী এরশাদকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে মামুনের বাড়ির লোকজন মাধখলা চৌরাস্তা বাজারের দোকান পাটে ভাংচুর চালায়। পরে বাজার ব্যবসায়ী ও মাধখলা গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৬জন আহত হয়। আহত হুমায়ুন কবির,মামুন,সিরাজ,ইসমাইল,সালাম ও সাদ্দামকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহত হুমায়ুন কবির সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত হুমায়ুন কবির উপজেলার কাইছমা গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। এ ঘটনায় হোসেনপুর থানা পুলিশ মাধখলা গ্রামের আল-মামুন ও নয়ন মিয়াকে আটক করেছে।
(পিকেএস/এএস/জুলাই ১৫, ২০১৪)