আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্ম তিথী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রবিবার  সকালে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন মন্দির থেকে আগত বিভিন্ন বয়সী চার সহস্রাধিক নারী পুরুষ ভক্তর সমন্বয়ে সকালে উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালী মন্দিরে গিয়ে শেষ হয়।

ধর্ম যার যার, উৎসব সবার” এই শ্লোগানকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য উদাহরণ হিসেবে এর আগে কেন্দ্রীয় কালী মন্দির মাঠ প্রাঙ্গনে র‌্যালী পূর্ব আলোচনা সভায় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে পৃথিবীতে মনুষ্য রুপে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ও মানব কল্যানে কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, প্রধান শিক্ষক প্রিয় লাল মন্ডল, শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, ড. অমূল্য রতন বাড়ৈ, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ইউপি সদস্য পবিত্র বাড়ৈ, রাধেশ্যাম গাইন, লক্ষণ বৈরাগী, সজল দত্ত, আশীষ তপাদার, বিনয় ভুষণ হালদার, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ নেতৃবৃন্দ।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)