নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্ম তিথী পালিত হয়েছে। জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। 

কর্মসূচির মধ্যে ছিল অধিবাস, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু চিত্রাংকন প্রতিযোগীতা, প্রসাদ বিতরণ।

রবিবার সকাল সাড়ে ১০ টায় লক্ষ্মীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে নাট মন্দির প্রাঙ্গণে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) এম,এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার, ইন্সপেক্টর(তদন্ত) মনিরুল ইসলাম, নড়াইল জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার কুন্ডু, সম্পাদক পরীক্ষিত শিকদার, সাবেক সভাপতি কমল কৃষ্ণ বালা, অধ্যাপক সুজিত রায়, কিশোর রায় প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)