হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

২ সেপ্টেম্বার দুপুরে ”সনাতন যুব সংঘের” উদ্যেগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে শুরু হয়ে শ্রী শ্রী গৌড় নিতাই ভজন কুটির মন্দির ও কেন্দ্রীয় নাট মন্দির প্রদক্ষিণ করে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আকনপাড়া পর্যন্ত আনন্দ শুভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা।

সনাতন যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন যুব সংঘের সভাপতি শুভাশীষ সরকার শুভ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মি: জুয়েল আরেং,বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদের আহবায়ক মদন মোহন সরকার, পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নরেশ চন্দ্র সরকার,যুগ্ম সম্পাদক স্বপন কুমার ধর,সাংগঠনিক সম্পাদক সমীর কুমার সরকার(লিটন),কোষাধক্ষ্য সুভাষ চন্দ্র সাহা,কার্যকরী কমিটির সদস্য কল্যাণ দত্ত, উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এর সভাপতি অমলেন্দু সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সনাতন যুব সংঘের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার।

এছাড়াও সনাতন যুব সংঘের সহ-সভাপতি দেবাশীষ দত্ত,তাপস সরকার,বিনয় রনজন দাস,যুগ্ম সম্পাদক হারাধন সরকার অঞ্চন,অরুপ সরকার রানা,সাংগঠনিক সম্পাদক সুপ্রজিত সরকার খোকন, প্রভাকর সরকার,প্রচার সম্পাদক সজীব সাহা,কার্যকরী সদস্য সুখময় আচার্য্য,নিরাঞ্চন সরকারসহ প্রতিষ্ঠানটির সকল সদস্য ও সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তগণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

(জেসিজি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)