দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসাব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে।

উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির ও উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে সকালে ঢোল-কর্তালসহ বাদ্যবাজনা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়।

শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত। এতে বক্তব্য রাখেন উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরঞ্জন কুমার রায়, সাধারণ সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি অভিনয় দত্ত, রাজু গুপ্তা, সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ, যূগ্ম-সাধারণ সম্পাদক রাজেন্দ্র প্রসাদ শর্মা সম্ভু, সাংগঠনিক সম্পাদক সম্ভু প্রসাদ গুপ্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার গুপ্ত, দপ্তর সম্পাদক রিপন গুহ বাবু, শিক্ষক ধীমান চন্দ্র সাহা প্রমুখ।

বক্তারা বলেন, শ্রী কৃষ্ণের আদর্শের বাণী নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শুভকে জয়ী করতে হবে। এজন্য সত্য ও ন্যয়ের পথে সকলকে চলতে অবিচল থাকতে হবে। নিশ্চয়ই একদিন অশুভ শক্তি পরাজিত হয়ে শুভর সুবাতাস ছড়িয়ে পড়বে সর্বত্রই।

(এসিজি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)