নওগাঁ প্রতিনিধি : রবিবার নওগাঁয় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের কালিতলা শ্রীশ্রী বুড়াকালিমাতার পূজা মন্ডপ থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা শোভাযাত্রার উদ্বোধন ও নেতৃত্ব দেন। এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার, সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, সাংগঠনিক সম্পাদক মাধব কর্মকার, যুগ্মসম্পাদক পিযুষ কান্তি সরকারসহ জেলা পূজা উদযাপন পরিষদ, সেবাশ্রম সংঘ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দসহ হাজারো নারী-পুরুষ ভক্ত শোভাযাত্রায় অংশ নেন।

এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ভক্তরা কালিতলা মন্দির প্রাঙ্গনে এসে জড়ো হন।

শোভযাত্রা ছাড়াও মন্দিরে মন্দিরে পূজা-পার্বণ, শ্রীকৃষ্ণ পূজা, কীর্তন, নামযজ্ঞ, ধর্মীয় আলোচনা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালিতলা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে নওগাঁ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক সাথী মজুমদারের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী শোভাযাত্রা ও দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানমালা উপলক্ষে এদিন শহরজুড়ে র‌্যাব-পুলিশের যৌথ উদ্যোগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়াও জেলার সকল উপজেলাতে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)