নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুব জন্মদিন জন্মাষ্টমী যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে।

জন্মাষ্টমী উপলক্ষে রবিবার (২ সেপ্টেম্বর) থেকে দুই দিনব্যাপী উপজেলার কেন্দ্রীয় কালিবাড়ি, বিবেকানন্দ জাগরনী সংঘ, মামুদনগর কেন্দ্রীয় শশ্মান কমিটি আলাদা আলাদা কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, ধর্মীয় সংগীত, কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়েছে। সকালে কেন্দ্রীয় কালিবাড়ি, স্বামী বিবেকানন্দ জাগরনী সংঘ ও মামুদনগর কেন্দ্রীয় শশ্মান কমিটি পৃথক পৃথক র‌্যালি বের করে।

এ সময় পৃথক র‌্যালিতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো.কুদরত আলী সহ বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মালম্বীরা।

কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি রন্দ্রে নারায়ন শীল বলেন, আমরা বিশ্বাস করি পৃথিবীতে পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যান এবং পৃথিবীতে ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসবেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করবেন।

(আরএসআর/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)