জামালপুর প্রতিনিধি : পাবনা জেলার মুক্তিযোদ্ধার মেধাবী কন্যা মুক্তি খাতুনকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের গ্রেফতার ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইনের দাবিতে জামালপুরে মানবন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান । 

রবিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সভাপতি শাহজাদা আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান হিরু, সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী, সেক্টর কমান্ডারস ফোরাম জামালপুরের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম ইদু, মুক্তিযোদ্ধার সন্তান মামুনুর রশিদ স্বপন, আল মাসুদ, মোবারক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধার মেধাবী কন্যা মুক্তি খাতুনকে যারা নৃসংস্যভাবে আগুন পুড়িয়ে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। একই সাথে জামালপুরের ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়ায় গেরিলা মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানকে আহত করার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর কর্মসুচির আলটিমেটাম দেন বক্তারা।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)