স্টাফ রিপোর্টার : গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে (২৬-৩০ আগস্ট) ২১ প্রতিষ্ঠান ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এর মধ্যে একটি মিউচ্যুয়াল ফান্ড এবং বাকি ২০টি কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানের ৩৫ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রহিম টেক্সটাইল, একমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, গ্রামীণ ফোন, খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, আরডি ফুড, ইউনাইটেড পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, বাটা সু, নর্দান জুট, ব্র্যাক ব্যাংক, প্যাসিফিক ডেনিমস, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ইফাদ অটোস।

আর মিউচ্যুয়াল ফান্ডটি হলো ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে এ মিউচ্যুয়াল ফান্ডটির ৪৪ লাখ ৫০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে রহিম টেক্সটাইলের। কোম্পানিটির ৭ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকার। আর ৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে একমি ল্যাবরেটরিজের।

এছাড়া গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ৩ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা, গ্রামীণ ফোনের ২ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা, খুলনা পাওয়ারের ২ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২ কোটি ৪০ লাখ টাকা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা এবং আরডি ফুডের ১ কোটি ৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাকি কোম্পানিগুলোর এককভাবে এক কোটি টাকার কম শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে- ইউনাইটেড পাওয়ারের ৮৮ লাখ ৫০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭৯ লাখ ৫০ হাজার টাকা, বাটা সু’র ৬৭ লাখ ২০ হাজার টাকা, নর্দান জুটের ৫৬ লাখ ৬০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ২১ লাখ ৮০ হাজার টাকা, প্যাসিফিক ডেনিমসের ২১ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংকের ১৮ লাখ ৪০ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ১৭ লাখ ৮০ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১২ লাখ ৮০ হাজার টাকা এবং ইফাদ অটোসের ৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)