মাগুরা প্রতিনিধি : ‘যখন অধের্মর সৃষ্টি হয় তখন ভগবান শ্রী কৃষ্ণ পৃথিবীতে আর্বিভুত হন। তিনি সকল মত পথের দ্বন্দ্ব সমাধান করেছিলেন। যে যার ধর্ম পালন করবে তা সব ধর্মে নিশ্চয়তা দেয়া হয়েছে। সঠিকভাবে ধর্ম পালন করলে সব ধর্মে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। বাংলদেশ ধর্মনিরোপেক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মীয় অনুষ্ঠান সবার সহযোগিতায় পালিত হয়। কথাগুলো বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার এমপি।

রবিবার বিকালে মাগুরায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব পূর্ণতিথি জন্মাষ্টমী উপলক্ষে সাতদোহা আশ্রমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে আরো বলেন,‘সামনে জাতীয় নির্বাচন। নিজেদের দুর্বল হিসেবে ভাববেন না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জননেত্রী শেখ হাসিনা ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনতে হবে। সবধর্মের মানুষের সাথে এ দেশের উন্নয়নে কাজ করতে হবে’।

মাগুরা জেলা পুজা উদ্যাপন পরিষদ সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংয়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) আব্দুল ওয়াহ্হাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড,সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান,পংকজ কুন্ডু, জেলা প্রশাসক মো. আতিকুর রহমান, পুলিশ সুপার মো. খান মোহাম্মদ রেজওয়ান, শ্রীমতি লিপিকা দত্ত প্রমুখ।

এর আগে দুপুরে শহরের নতুন বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের ব্যানার নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সকল বয়সী নারী-পুুরুষ, শিশু, বৃদ্ধ ঢোল, বাদ্যযন্ত্রসহ বিভিন্ন উপকরণ নিয়ে হাজার-হাজার সনাতন ধর্মালম্বী মানুষ অংশ নেয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বর্ণাঢ্য। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সাতদোহা আশ্রমে গিয়ে শেষ হয়।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)