স্বাস্থ্য ডেস্ক : কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি শরীরের বিষাক্ত পদার্থ দূর করে; ছাঁকনি হিসেবে কাজ করে।

কিডনি অকার্যকর হলে বা কিডনির সমস্যা হলে শরীরে বিভিন্ন জটিলতা হয়। অনেক সময় ইউরিনারি ট্র্যাক্টের মধ্য দিয়ে ব্যক্টেরিয়া প্রবেশ করে কিডনি সংক্রমিত হয়। কিডনির সংক্রমণের চিকিৎসা না করালে কিডনিতে পাথর বা কিডনি অকার্যকর হওয়ার আশঙ্কা থাকে।

কিডনি সংক্রমণের লক্ষণ গুলো হলো :

১. কিডনি সংক্রমণের একটি অন্যতম লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া।

২. কিডনি সংক্রমণের আরেকটি লক্ষণ প্রস্রাবে দুর্গন্ধ হওয়া।

৩. প্রস্রাবের সময় ব্যথা করা।

৪. প্রস্রাবের ফ্লো (ধারা) শুরু হতে কষ্ট হওয়া।

৫. কিডনি সংক্রমণের আরেকটি লক্ষণ হলো কোমর ব্যথা। কোমর ব্যথা অন্যান্য সমস্যার কারণে হলেও কিডনি সংক্রমণেও কোমর ব্যথা করে।

৬. প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া।

৭. এ ছাড়া ফ্লু হওয়া। এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)