লাইফস্টাইল ডেস্ক : চুল পড়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন, অথচ জানেন কি আপনারই ভুলে অকালে ঝরে পড়ছে প্রিয় চুলগুলো?

১) বারবার চুল আঁচড়াচ্ছেন? এতে কিন্তু গোড়া দুর্বল হয়ে ঝরে পড়তে পারে চুল।

২) চুলে কখনও গরম পানি দেবেন না। গরম পানি যেমন শুষ্ক ও প্রাণহীন করে চুল, তেমনি চুলের গোড়াও দুর্বল করে দেয়।

৩) চুলে প্রতিদিন শ্যাম্পু দেবেন না। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ।

৪) ভেজা চুল আঁচড়াবেন না কখনও।

৫) ভেজা চুল বেঁধে রাখাও অনুচিত। এতে চুল ঝরে যায় অকালে।

৬) অনেকে শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়ে যায় ও ঝরে পড়ে।

৭) স্টাইলিং এর জন্য চুলে ঘন ঘন গরম যন্ত্র ব্যবহারের কারণে চুল পড়ে যেতে পারে।

৮) চুলে রং ব্যবহারের কারণেও চুল অকালে পড়ে যায়।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০১৮)