স্পোর্টস ডেস্ক : তৃতীয় রাউন্ডেই জীবনের সবচেয়ে কঠিন ম্যাচ খেলেছিলেন রাফায়েল নাদাল। কারেন খাচানভের বিপক্ষে ৪ ঘণ্টা ২৩ মিনিটের ম্যারাথন লড়াইয়ের পর জিততে হয়েছিল স্প্যানিশ এই তারকাকে। তবে শীর্ষবাছাই রাফায়েল নাদাল যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেলন সে তুলনায় অনেক সহজভাবেই। এক সেট হারতে হলেও নাদাল প্রি-কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার নিকোলোজ বাসিলাশভিলিকে পরাস্ত করেন ৩ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম দু’টি সেট ৬-৩, ৬-৩ গেমে রাফা জিতে নেওয়ার পর টাই ব্রেকারে তৃতীয় সেট হেরে বসেন ৬-৭ (৬/৮) গেমে। চতুর্থ সেট ৬-৪ ব্যবধানে জিতে নিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেন স্প্যানিশ তারকা।

কোয়ার্টার ফাইনালে নাদালের লড়াই নবম বাছাই অস্ট্রিয়ান তারকা ডমিনিক থিয়েমের বিরুদ্ধে, যিনি প্রি-কোয়ার্টারে পঞ্চম বাছাই কেভিন অ্যান্ডারসনকে ৭-৫, ৬-২, ৭-৬ (৭/২) সেটে পরাজিত করেন।

দিনের অপর প্রি-কোয়ার্টার ফাইনালে ২৫তম বাছাই কানাডিয়ান মিলোচ রাওনিচকে পাঁচ সেটের দীর্ঘ ম্যাচে পরাস্ত করেছেন ১১তম বাছাই জন ইসনার। ম্যাচের ফল মার্কিন তারকার পক্ষে ৩-৬, ৬-৩, ৬-৪, ৩-৬, ৬-২। মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টারে জায়গা করে নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেন্স, ছয় বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস, ২০১৬’র রানার্স আপ ক্যারোলিনা প্লিসকোভা ও ১৯তম বাছাই লাটভিয়ান অ্যানাস্তেশিয়া সেবাস্তোভা।

তৃতীয় বাছাই স্লোয়ান ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন ১৫ নম্বর বাছাই এলিস মার্টেন্সকে। কোয়ার্টারে তিনি খেলবেন সেবাস্তোভার বিরুদ্ধে, যিনি সপ্তম বাছাই ভিতোলিনাকে ৬-৩, ১-৬, ৬-০ সেটে হারিয়ে ছিটকে দিয়েছেন টুর্নামেন্ট থেকে।

সপ্তদশ বাছাই সেরেনা এস্তোনিয়ার কাইয়া কানেপিকে ৬-০, ৪-৬, ৬-৩ সেটে পরাজিত করেছেন। কোয়ার্টারে তার প্রতিপক্ষ অষ্টম বাছাই প্লিসকোভা, যিনি শেষ ষোলোয় অ্যাশলেই বার্টিকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে দিয়েছেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)