গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। 

গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের পৃষ্টপোষক মোঃ আতাউর রহমান সরকার ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, সহকারী কমিশনার (ভ’মি) মোঃ আব্দুর রাফিউল আলম, থানার অফিসার ইন চার্জ মজিবুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাপমারা ইউপ চেয়ারম্যান শাকিল আলম বুলবুল, কাটাবাড়ি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম কবির রিপন, কাউন্সিলর মাসুদ রানা বাপ্পি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোকাররম হোসেন রানা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শৈলেন্দু মোহন রায় স্বপন, আব্দুল আউয়াল, প্রভাষক দীপক কর প্রমুখ।

গোবিন্দগঞ্জ উপজেলার ১টি পৌরসভার ও ১৭ টি ইউনিয়ন নিয়ে ১৮ টি টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)