বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের প্রাকৃতিক দূর্যোগ প্রবণ শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দুটি সড়কের ৬ কিলোমিটার এলাকায় তাল গাছের বীজ রোপন করা হয়েছে। সোমবার দুপুওে মঠেরপাড় মানবসেবা ক্লাবের সহযোগীতায় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ তাল গাছের বীজ রোপন শুরু করা হয়। 

খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন আনুষ্ঠানিক ভাবে তাল গাছের বীজ রোপনের কার্যক্রম উদ্বোধন করেন । উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আ. ছাত্তার আকন, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন।

খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জানান, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ ঝুঁকি হ্্রাসে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ৬ কিলোমিটার সড়কের দুই পাশে তাল গাছের বীজ রোপন করা হবে। সড়ক দুটি হচ্ছে, রাজৈর থেকে আমতলী বাজার এবং রাজৈর থেকে মঠেরপাড় হয়ে বানিয়াখালী বাজার পর্যন্ত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন হাজার তালের বীজ সংগ্রহ করে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরো বীজ সংগ্রহ করা হবে।

(এসকে/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)