রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অস্ত্র ও গুলিসহ পুলিশ এক ডাকাতকে আটক করেছে। সোমবার দিবাগত রাত দু’ টোর দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে এসব আটক ও উদ্ধারের ঘটনা ঘটে।

আটককৃতের নাম আব্দুল মাজেদ তরফদার(৫২)। সে কালিগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে উপ-পরিদর্শক মোমরেজ ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশ সোমবার দিবাগত রাত দু’ টোর দিকে উপজেলার তেঘরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় মাজেদ তরফদারের বাড়িতে অভিযার চালিয়ে তার বসত ঘরের বারান্দার চালের মধ্যে লুকিয়ে রাখা একটি পাইপগান, একটি ইয়ারগান, ও তিন রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়। এসব হেফাজতে রাখার অভিযোগে আটক করা হয় মাজেদ তরফদারকে।

তিনি আরো জানান, এ ঘটনায় উপপরিদর্শক মোমরেজ ইসলাম বাদি হয়ে মঙ্গলবার দুপুরে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাজেদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাজেদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতির ঘটনায় আরো মামলা রয়েছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)