গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী ২৮৮তম আর্বিভাব উৎসব পালিত হয়েছে। ভোর পাঁচটায় মঙ্গল আরতীর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। সকাল নয় টায় বাল্যবোধ, দুপুর বারোটায় পূজাঅর্চনা ও অঞ্জলী প্রদান, দুপুর দুই টায় রাজভোগ, পরে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপত্বি করেন পরান কুমার বনিক, লোকনাথ সেবা সংঙ্ঘের সাধারণ সম্পাদক হরিপদ সরকার, সাংগঠনিক সম্পাদক অলোক চন্দ্র কর্মকার। আরোও উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংবাদিক বিনয় কর্মকার, সাংবাদিক সঞ্জিব দাস, গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাবু সুশিল চন্দ্র বিশ্বাস, গলাচিপা বিশিষ্ট ব্যবসায়ী জনী কুন্ডু, পলাশ বিশ্বাস, হরিগনপতি প্রমুখ।

অপরদিকে পৌরভার ৯নং ওয়ার্ডে হাসপাতালের পিছনে শেরেই বাংলা রোডে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী ২৮৮তম আর্বিভাব উৎসব পালিত হয়েছে।

(এসডি/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)