আন্তর্জাতিক ডেস্ক : জাপানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। দশ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে আগেই নিরাপদে আশ্রয় নিয়েছে।  

টাইফুন জেবি ২১৬ কিলোমিটার গতিতে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের কারণ প্রচুর বৃষ্টি ও বাতাসের সৃষ্টি হয়েছে।

ওসাকা উপকূলে একটি ট্যাঙ্কার পানিতে ভেসে একটি সেতুর কাছে চলে আসে। কিয়োটোতে ট্রেন স্টেশনের ছাদের একাংশ ধসে পড়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়েঅন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে শিকোকো দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এরপর এটি জাপানের সর্ববৃহৎ দ্বীপ হোনশুতে আঘাত হানে।

ঘূর্ণিঝড়ের কারণে উঁচু ঢেউ, বন্যা ও ভূমিধস হতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিতে আহ্বান জানিয়েছেন।

কয়েকশ ফ্লাইট, ট্রেন এবং ফেরি চলাচল বাতিল করা হয়েছে। ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে বন্যা প্লাবিত হয়েছে। ওসাকার জনপ্রিয় বিনোদন পার্ক ইউনিভার্সেল স্টুডিও বন্ধ ঘোষণা করা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এক জরুরি বৈঠক ডেকেছেন। তিনি নাগরিকদের জীবন বাঁচাতে দ্রুত প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)