মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার রাউতাড়া হৃদয় নাথ স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের ডিজিটাল হাজিরা উদ্বোধন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক আতিকুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মুহম্মদ রেজওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুর রহমান পলাশ জানান, কোনো শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ডিজিটাল হাজিরায় তার কার্ড পাঞ্চ না করে,তাহলে ১০ মিনিটের মধ্যে ওই শিক্ষার্থীর মায়ের মোবাইলে একটি ম্যাসেজ চলে যাবে। এতে করে সেই মা জানতে পারবেন তার সন্তান স্কুলে গিয়েছে কিনা। এছাড়া শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রতি সপ্তাহের ১ দিনের টিফিনের টাকা বাচিয়ে গরীব ও মেধাবী শিক্ষঅর্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)