গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৪সেপ্টেম্বর) থেকে ময়মনসিংহের গৌরীপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলেচনা সভার মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি’র পক্ষে মেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার।

বক্তব্য রাখেন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা আবু সাঈদ সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সত্যেন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপ সহকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, এডরার কৃষি সুপারভাইজার মোঃ ইসমাঈল হোসেন প্রমুখ। উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান ৬ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলা সমাপ্তি হবে।

(এসআইএম/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)