গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দামগাছী গ্রামে সোমবার মধ্যরাতে স্বর্ণা বেগম (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত স্বর্ণ ওই গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

নিহত স্বর্ণা বগুড়ার শিবগঞ্জ উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুস সোবাহানের মেয়ে। সুমন গোবিন্দগঞ্জ উপজেলার দামগাছী গ্রামের মোনতাজ আলীর ছেলে।

নিহত স্বর্ণার বড় ভাই সুজাউল ইসলাম জানান, বছর ছয়েক আগে সুমনের সঙ্গে তার ছোট বোনের বিয়ে দেন। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী নেশাগ্রস্ত হওয়ায় মাঝে মধ্যে ঝগড়া করায় একাধিকবার তার বাড়ীতে চলে আসে স্বর্ণা।

স্থানীয়রা জানান, সোমবার রাতে সুমন নেশা করে মধ্যরাতে বাড়ী ফিরলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে স্বর্ণাকে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যার পর বাড়ীর সবাই পালিয়ে যায় এমনটি ধারণা করেছেন প্রতিবেশিরা।

পুলিশ জানায়, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

(এসআইআর/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)