জামালপুর প্রতিনিধি : জামালপুরে মেলান্দহ উপজেলার ভাবকীতে শিক্ষক আমিনুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাস্ট। ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকাল ৩টায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের সভাপতি মো: মফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মিজানুর রহমান,রফিকুল আলম, শহিদুর রহমান,খায়রুল ইসলাম রুশো ও শিক্ষার্থী জেবুননেছা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক আমিনুল ইসলামের উপর হামলাকারী সন্ত্রাসী মামুন,চুন্নু ও কামরুল হাসানসহ অপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও শিক্ষকদের নিরাপত্তার দাবী জানান। অন্যথায় শিক্ষকরা রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনের আটিমেটাম দেয় বক্তারা।

মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ঝাউগড়া বাজার প্রদক্ষিন করে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর(শনিবার) রাত ৮টার দিকে ভাবকী বাজার থেকে বাড়ী ফেরার পথে চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঝাউগড়া আইডিয়াল স্কুলের শিক্ষক আমিনুল ইসলামের উপর সন্ত্রাসীরা আর্তকিত হামলা চালায়। গুরুতর আহত শিক্ষক আমিনুল জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০১৮)