নওগাঁ প্রতিনিধি : পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নওগাঁ জেলা শাখা পূর্ণ দিবস কর্র্মবিরতি, বিক্ষোভ-সমাবেশ ও প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে পূর্ন দিবস কর্মবিরতি পালন করে এবং জেলা প্রশাসক চত্বর থেকে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থানরত বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে তাদের দাবি সম্বলীত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা বাকাসসের আহবায়ক মোতাহার হোসেনের নেতৃত্বে বাকাসসের সদস্য সচিব হৃষিকেশ চন্দ্র মন্ডল, রফিকুদ্দৌলা রাব্বী, রিকতা রানী, বেগম সুফিনাজ সাফিরা, মকলেছুর রহমান ও সুবল চন্দ্র প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ।

(বিএম/জেএ/জুলাই ১৫, ২০১৪)