মাদারীপুর প্রতিনিধি : মাওয়া-কাওড়াকান্দি নৌ-পথে পদ্মা নদীতে ৪০ শ্রমিক নিয়ে মাটিবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিক পেঁয়াজখালী থেকে মাটি বোঝাই একটি ট্রলার ৪০ জন শ্রমিক নিয়ে কেরাণীগঞ্জের জিনজিরা যাচ্ছিল। ট্রলারটি শিবচরের চরজানাজাত ও লৌহজংয়ের মাওয়া মূল পদ্মা নদীর মাঝ বরাবর আসলে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। মাওয়া ঘাট থেকে ট্রলার ডুবির দৃশ্য দেখে বেশ কয়েকটি স্পিডবোট এসে শ্রমিকদের উদ্ধার তৎপরতা শুরু করে।

উদ্ধার কাজে অংশ নেওয়া স্পিডবোট চালক ইয়াসিন বলেন, মাওয়া পাড় থেকে ট্রলার ডুবির দৃশ্য দেখে আমরা ১০-১২ টি স্পিডবোট গিয়ে শ্রমিকদের উদ্ধার করি।

মাওয়া নৌপথের ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ট্রলার ডুবির খবর পেয়েই আমরা উদ্ধার তৎপরতা শুরু করেছি। কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

(ওএস/অ/জুলাই ১৫, ২০১৪)