রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন ছিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকার স্থানীয় জেলের জালে ধরলা নদীতে গত ৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় আড়াই মণ ওজনের ডলফিন ধরা পড়ে। অবশেষে ৭ ঘন্টা পর ওইদিন রাত সাড়ে ১১টায় ডলফিনটিকে রংপুর চিড়িয়াখানার নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ইউনিয়নের বড়গ্রাম এলাকার জেলে হাড্ডুর মিয়া প্রতিদিনের ন্যায় বাড়ীর পার্শ্বে ধরলা নদীতে মাছ ধরতে যায়। ৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ডলফিনটি ধরা পড়ে। জালে ডলফিনটি আটকে গেলে জেলে বিরল প্রজাতির এ মাছটি দেখে চিৎকার দিলে পার্শ্ববর্তীরা এগিয়ে এসে জাল থেকে ডলপিনটি উত্তোলন করে। সন্ধ্যা ৭টায় ডলফিনটি ছিনাই হাট বাজারের পেট্রোল পাম্পে রাখা হয়েছিল। সেখানে ডলফিনটি এক নজর দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকেও কোন প্রকার তাৎক্ষনিক পদক্ষেপ নেয়া হয়নি। তাই অনেকে মনে করেছিল ডলফিনটি পানির অভাবে মারা যাবে। কিন্তু সংবাদ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১১টায় রংপুর চিড়িয়াখানা থেকে প্রাণি বিভাগে লোকজন এসে ডলফিনটিকে নিয়ে যায় বলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান নিশ্চিত করেন।

(পিএমএস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)