গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর কথায় গর্ভপাত করানোর জন্য ঔষধ খেয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ দুলেনা বেগম (২৫) এর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে দু’সন্তানের জননী ওই গৃহবধূ মৃত্যু হয়। দুলেনা উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হাটিশিরা গ্রামের মৃত কাশেম আলীর পুত্র আব্দুর রাশিদের স্ত্রী। 

জানা যায়, উপজেলার কুমড়ী গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে দুলেনা বেগমের ৭ বছর আগে বিয়ে হয় একই উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হাটিশিরা গ্রামের মৃত কাশেম আলীর পুত্র আব্দুর রাশিদের সাথে। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে।

নিহতের ভাই কামরুল ইসলাম জানান, তাঁর বোন ৬মাসের অন্তঃস্বত্তা ছিল। গর্ভজাত সন্তান নষ্ট করাতে গত ২৫ আগস্ট তার বোনকে স্থানীয় হাতুড়ে ডাক্তারের পরামর্শে ঔষধ খাওয়ান স্বামী রাশিদ। এরপর থেকে দুলেনার রক্তক্ষরণ শুরু হলে তাকে হাসপাতালে না নিয়ে হাতুড়ে ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসা করায় তার স্বামী। একপর্যায়ে দুলেনার রক্তক্ষরণ বৃদ্ধি পেলে মঙ্গলবার তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৯ টার দিকে তাঁর মৃত্যু হয়।

(এসআইএম/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)