নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দিনগত রাতে নওগাঁর মান্দায় গোপন বৈঠকের সময় জামায়াতের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

এরা হলো, উপজেলার প্রসাদপুর খাড়াপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে জামায়াতের নায়েবে আমীর আয়েজ উদ্দিন (৫৭) ও গাড়ীক্ষেত্র গ্রামের মৃত আমির উদ্দিন মৃধার ছেলে সুরা-সদস্য বজলুর রহমান (৫৬)। উপজেলার গাড়ীক্ষেত্র ইসলামী দাখিল মাদ্রাসার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম জানান, উপজেলার গাড়ীক্ষেত্র মাদ্রাসার একটি কক্ষে জামায়াতের নেতা-কর্মিরা নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় নায়েবে আমীর আয়েজ উদ্দিন ও সুরাসদস্য বজলুর রহমানকে।

ওসি আরও জানান, ঘটনায় থানার উপপরিদর্শক মজিবুর রহমান বাদি হয়ে আয়েজ উদ্দিন ও বজলুর রহমানসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বুধবার নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

(বিএম/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)