গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে হোসেনপুর ইউনিয়নের মেরীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম লেবু।

এসময় হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম, মেরীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আজিজ, বাংলাদেশ মফম্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিনসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

হোসেনপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ২৫ জন। এর মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন ১৬ হাজার ৮’শ ৬৭ জন। ইতোমধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শেষ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(এসআইআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)