স্টাফ রিপোর্টার : ঢাকা কেন্দ্রীয় কারাগারে আদালত বসানোর সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার বিকালে নয়া পল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে দুপুরের ঘোষিত কর্মসূচিতে কিছুটা পরিবর্তন এনে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নতুন ঘোষণা অনুযায়ী, কারাগারে আদালত বসানোর প্রতিবাদে ৮ সেপ্টেম্বর ঢাকাসহ মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ।

১০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সমানে মানবন্ধন এবং ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীক অনশন।

রিজভী বলেন, আমাদের ঘোষিত কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আদালত পরিবর্তনের প্রতিবাদে আগামী ৮ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে জেলা সদর ও মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১০ সেপ্টেম্বর হবে সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা সদরে মানববন্ধন হবে। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হবে।’

‘আর আগামী ১২ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে দুই ঘন্টা প্রতীক অনশন হবে। ঢাকায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গন অথবা গুলিস্তানের মহানাট্য মঞ্চে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতীক অনশনের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।’

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)