চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউট এবং বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন চাটমোহর শাখার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অবহিতকরণ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এএসপিসহ অন্যান্য কর্মকর্তারা পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বিভিন্ন যানবাহন চালক ও সাধারণ মানুষের হাতে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা মুলক লিফলেট তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরোজ, প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া, চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক রকিবুর রহমান টুকুন প্রমুখ।

এ সময় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে লিফলেট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান।

(এসএইচএম/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০১৮)