কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : সাগরে মাছ ধরার জন্য দুই লাখ টাকা দিয়ে টোকেন সংগ্রহ না করায় জেলে আলী সিকদারের ট্রলার সমুদ্রে ডুবিয়ে তার লাশ সাগরে ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছে একদল জলদস্যু।

পটুয়াখালীর কলাপাড়ার গঙ্গামতি ফরেস্ট ক্যাম্প এলাকায় সোমবার সন্ধায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধুলাসার ইউনিয়নের আ. মালেক ফকির, খালেক ফকির, আবু সালেহ, আনোয়ার হাওলাদার, বেল্লাল হাওলাদার, মনোয়ার,জাফর মোল্লা, সোবাহান মোল্লাসহ ৮/১০ জনের বিরুদ্ধে কলাপাড়া নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্পে মঙ্গলবার লিখিত অভিযোগ করেছেন জেলে আলী সিকদার।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তাকে সাগরে মাছ ধরতে যেতে হলে মালেক ফকির বাহিনীকে চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে ট্রলারে ডাকাতিসহ ট্রলার ডুবিয়ে দেয়ার হুমকি দেয়ায় সেসহ সমুদ্রগামী জেলেরা আতংকিত হয়ে পড়েছে।

(এমকে/জেএ/জুলাই ১৫, ২০১৪)