মৌলভীবাজার প্রতিনিধি : নারীদের প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিকভাবে নিজেদের শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

মঙ্গলবার দুুপুরে মৌলভীবাজার শাহ মোস্তফা সড়কে জাতীয় মহিলা সংস্থার জেলা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এলজিইডির তত্ত্বাবধানে ৪ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার জেলা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়।

সংস্থার জেলা চেয়ারম্যান সৈয়দা জোহরা আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী । এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, জেলা প্রশাসক কামরুল হাসান।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, নারীদের বাবা, ভাই ও স্বামীর পরিচয়ে নয় প্রশিক্ষণ নিয়ে নিজের পরিচয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।

(ওএস/অ/জুলাই ১৫, ২০১৪)