রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : অর্ন্তখাত মূলক কর্মকান্ড ঘটানোর উদ্যোশে গোপন বৈঠক করার অভিযোগ এনে গত ৪ সেপ্টেম্বর ঠাকুরগায়ের রানীশংকৈল থানা পুলিশের এসআই আহসান হাবীব বাদী হয়ে  বিএনপি জামায়াতের ৩০ নেতাকর্মির নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ৬০/৭০ জনের বিরুদ্বে একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে । মামলা নং ৯। 

এরই পেক্ষিতে ঐ দিনেই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীর হাট এলাকা থেকে ইউসুফ আলীর ছেলে রুন্তম আলীকে(৪০) কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। এই মামলার বেশির ভাগ আসামী নন্দুয়ার ইউনিয়নের।

উল্লেখ্য, গত ১লা সেপ্টেম্বর একই অভিযোগে থানা পুলিশের এস আই তারেকুল তৌফিক বাদী হয়ে বিএনপি জামায়াতের ৪৮ নেতাকমির নাম উল্লেখ্য করে অজ্ঞাত নামা ৮০/৯০ জনকে আসামী করে একটি মামলা করে। । এতে বিএনপি জামায়াতের দুজন কর্মিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ অভিযোগ প্রত্যাখান করে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান গতকাল বৃহস্পতিবার বলেন, গোপন বৈঠক করার প্রশ্লই আসে না। যেভাবে পুলিশ গ্রেফতার আর মামলা দিচ্ছে তাতে মনে হয় দেশে কোন গণতন্ত্র নেই।

অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান মামলার বিয়টি নিশ্চিত করেছেন।

(কেএএস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৮)