রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে উপজেলা ভিত্তিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ-২০১৮ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

বুধবার বিকেলে রাণীনগর সরকারি শের-এ বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভ’মি) টুকটুক তালুকদার, রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল জলিল, সহকারি শিক্ষা কর্মকর্তা শেখ মো:
আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেহেদী হাসান, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, সদর ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মো: মোখলেছুর রহমান বাবু, বড়গাছা ইউপি চেয়ারম্যান মো: শফিউল আলম শফু, জেলা পরিষদ সদস্য মো: আব্দুল মান্নানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় কাশিমপুর ইউনিয়ন দল ৬-১ গোলে বড়গাছা ইউনিয়ন দলকে হারিয়ে বিজয়ী হয়। আগামী ১১ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

(এসকেপি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৮)