গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপা ডিগ্রি কলেজকে জাতীয়করণ করায় পটুয়াখালীর গলাচিপায় এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। 

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় সুধি মন্ডলী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন নিয়ে সম্মিলিত র‌্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর সন্তোষ দে, গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, সহ-সভাপতি এ্যাড. মো. শামীম মিয়া, গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মু. মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, এমপি মহোদয়ের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ স ম জাওয়াত সুজন, দপ্তর সম্পাদক ও গোলখালী ইউপি চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার, এ্যাড. মো. সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহরিয়ার কামরুল, সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ আসিফ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ।

(এসডি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৮)