গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী নূরুল আমিন খান পাঠানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৭সেপ্টেম্বর)।

এ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে মরহুমের পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কবর জিয়ারত, কোরানখানি, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ি নূরুল আমিন খান পাঠান প্রথম নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান।

পরে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ২বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি একবার উপমন্ত্রী ও একবার জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তিনি গৌরীপুরে নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা, তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়, সহরবানু প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায়ও ব্যাপক অবদান রাখেন। ২০০০সালে ৬সেপ্টেম্বর স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালনের পরের দিন ৭সেপ্টেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মুত্যুকালে তিনি ১ছেলে ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

(এসআইএম/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৮)