কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ সড়কে মঙ্গলবার সকাল থেকে শুরু করা অনিদির্ষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু প্রত্যাহার করেছে পরিবহন মালিক শ্রমিকরা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে তা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

কক্সবাজার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রফিকুল হুদা চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি নানা অভিযোগ ১০ জন পরিবহন শ্রমিক ও শ্রমিক নেতাদের ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এর প্রতিবাদে তারা অনিদিষ্টকালের এ ধর্মঘটের ডাক দিয়ে ছিলেন। পরে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন পরিবহন মালিক শ্রমিক ও প্রশাসনিক কর্মকর্তার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাজা প্রাপ্তদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেয়ার আশ্বাস দেয়ায় তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে বিনা ঘোষণায় ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। তারা বাস কাউন্টারে নিয়ে কাউন্টার বন্ধ ও বাস চলাচলা না করায় দূর্ভোগে পড়েছেন।

(টিটি/জেএ/জুলাই ১৫, ২০১৪)