চট্টগ্রাম প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, `শিক্ষাকে সেবা হিসেবে নিতে হবে, ব্যবসা হিসেবে নয়। সার্টিফিকেট বাণিজ্য করলে তা কখনো সহ্য করা হবে না। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের শর্ত পূরণ করতে পারেনি। এভাবে বিশ্ববিদ্যালয়গুলো চলতে পারবে না।’

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) নগরের পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল খুবই কম, আজ দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৪টি আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৮টি। আমাদের নতুন প্রজন্ম মেধার দিক দিয়ে দরিদ্র নয়। তাই নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে বিরোধী দলগুলো বলেছিল, আওয়ামী লীগকে ভোট দিলে দেশে ইসলাম থাকবে না। আজান হবে না ও মাদরাসা শিক্ষা থাকবে না। অথচ দেশে এখন ইসলামি শিক্ষা অনেক উন্নত হয়েছে । নতুন করে সাড়ে তিন হাজার মাদরাসা নির্মাণের কাজ চলছে। আধুনিক মসজিদ নির্মাণ করা হচ্ছে জেলা শহরগুলোতে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান জহির আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীন শারমিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শহীদুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৮)