চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে যৌতুকের দাবি ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মো. আল-আমিন জমাদার (৩৪) ওরফে মিজান জমাদার নামে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে আসামি পলাতক রয়েছেন।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রমনী রঞ্জন চাকমা এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, এক লাখ টাকা যৌতুক দাবিতে ২০১৩ সালের ১৮ অক্টোবর স্ত্রী পারুল বেগমকে নির্যাতন করে স্বামী মিজান। পরে এ ঘটনায় পারুলের পরিবার মামলা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক খন্দকার মো. ইব্রাহীম ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে মিজান জমাদারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়‍ায় মিজানকে এ সাজা ও জরিমানা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. হাবিবুল ইসলাম তালুকদার বিশেষ পিপি (নারী ও শিশু) এবং তাকে সহযোগিতা করেন এপিপি অ্যাডবোকেট মো. জসিম উদ্দিন ভুঁইয়া।

(ওএস/অ/জুলাই ১৫, ২০১৪)