হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : টেন্ডারকৃত রাস্তা নির্মাণের জন্য ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ২ নং আমগাও ইউপির ভেটনা গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নোনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। র্দীঘ কয়েকদিন ধরে অবাধে বালু উত্তোলন হলেও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে।

তবে ঐ ইউপির চেয়ারম্যান পাভেল তালুকদার গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে বলেন, এলাকাবাসীর আবাদী জমি রক্ষার স্বার্থে এ বালু তোলা হচ্ছে। তবে কেন অনিয়ম ভাবে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বালু তোলার কাজে নিয়োজিত ঐ গ্রামের হাসিনুজ্জামান ও সাগর আলী রয়েছেন।

এদের মধ্যে হাসিনুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,ঠাকুরগায়ের ঠিকাদার রাম বাবু কৃর্তক দেড় কিলো রাস্তা নির্মাণের জন্য নদী থেকে বালু তোলা হচ্ছে। তবে এ জন্য সংশ্লিষ্ট কৃর্তপক্ষের অনুমতি নিয়েছেন কিনা প্রশ্নে বলেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি জানেন।

তবে এ বিষয়ে ঠিকাদারের সাথে একাধিক ভাবে যোগাযোগ করে পাওয়া না যাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।

উপজেলা নির্বাহী অফিসার এম জে আরিফ বেগ গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে বলেন, বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট উপ-সহকারী ভুমি কর্মকর্তাকে বলা হয়েছে।

(এনএম/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৮)