মাগুরা প্রতিনিধি : ইউডিএফ এর সহযোগিতায় ও শালিখা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাল্যবিবাহ, ইভটিজিং,নারী নির্যাতন ও যৌতুক নিরোধ কল্পে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে কাজী, পুরোহিত, ইমাম, অভিবাবক, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের নিয়ে   মাগুরার শালিখা উপজেলা মিলনায়তনে  বৃহস্পতিবার ও আজ শুক্রবার ২ দিন ব্যাপী এক প্রশিক্ষন কর্মশালার  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারের সভাপতিত্বে কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ খন্দকার আজিম উদ্দিন।

এছাড়া মাল্টি মিডিয়া ও লেকচারার হিসাবে দ্বায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুপর্না আহমেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তামোছাঃ ফাতেমা জহুরা, থানা ওসি তদন্ত মোঃতৌফিক আজম, উপজেলা ডেভেল পমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ মোশারফ হোসেন খান । পূর্বদিনের পর্যালোচনাশেষে ২য় দিনে মাল্টিমিডিয়া ওলেকচারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা রানী মল্লিক, এ্যড. শ্যামল কুমারদে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারমোঃ সিরাজ উদ্দৌলা ।
কর্মশালায় কাজী, পুরোহিত, ইমাম, সাংবাদিক, অভিবাবক ও জনপ্রতিনিধিসহ মোট ৩৭ জন ব্যক্তি অংশ গ্রহণ করেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০১৮)