স্টাফ রিপোটার : পাবনা জেলার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের জামায়াতের সাবেক নেতা ইমান হাজীর প্রথম কাজ ছিল অত্র ইউনিয়নে জামাতের ভীত তৈরি করা ।

২০০১ চার দলীয় জোট সরকার ক্ষমতায় সময় ইমান হাজী পুরান ভারেঙ্গা ইউনিয়নে জমায়াতের নতুন সদস্য সংগ্রহ, সভা-সমাবেশে সহযোগিতা, প্রচার - প্রচোরনা ও জামায়তের শক্ত ঘাটি যাতে তৈরি হয় সে বিষয়ে ব্যপক সহযোগিতা করেছে বলে বেড়া উপজেলা জামায়াতের একটি ঘনিষ্ট সূত্র থেকে জানা যায় ।

এ বিষয়ে ইমান হাজির সাথে কথা বললে সে এসব বিষয় এরিয়ে যায় এবং বলে আমি ব্যবসায়ী মানুষ ব্যবসা করি যে ডাকে তার সাথেই যাই । আওয়ামী লীগে যোগদান এবং পরিবেশ দূষন করে নগরবাড়ি ঘাটে কয়লার ব্যবসা প্রসঙ্গে তুলতেই তিনি ফোন কেটে দেন এবং বলেন আমাকে ফোন করে বিরক্ত করেন না, যারা রাজনীতিবিদ তাদের কে ফোন করেন ।

অনুসন্ধানে জানা যায়, ইমান হাজী একজন সুবিধা ভোগী মানুষ যে দল ক্ষমতায় থাকে সে সেই দলের হয়ে দালালী করে নিজের ব্যবসায় সুবিধা নিয়ে থাকে ।

ইমান হাজীর অল্প সময়ের মধ্যে কোটি পতি বনে যাওয়ার ঘটনা সম্পর্কে পাবনা জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকী কে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের কাছে তার বিরুদ্ধে লিখিতভাবে অবৈধ্য সম্পদ অর্জনের আবেদন কেউ করলে আমরা বিষয়টি অনুসন্ধান করবো সে যেই হোক দূর্নীতি করে কেউ পার পাবে না ।

নাম প্রকাশ না করার সাথে নগরবাড়ি ঘাটের এক ব্যবসায়ী জানান সময় হলে আমরা তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করবো ।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০১৮)