গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৭ এর উদ্যোগে আজ শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভা। 

সকাল ১০টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কুঠিবাড়িতে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে “আইনের প্রয়োগ নয়, মাদক নিয়ন্ত্রণে প্রয়োজন সামাজিক সচেতনতা” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এপেক্স ক্লাবের জাতীয় সভাপতি এপেক্সঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন শিবুল। আলোচনায় অংশ গ্রহণ করেন এপেক্সঃ ডা: এএইচএম মশিহুর রহমান, এপেক্সঃ সুজিত কুমার সাহা সুব্রত, এপেক্সঃ মুহাম্মদ আলী হোসাইন, এপেক্সঃ মাহমুদুল হক সাবু, এপেক্সঃ রবিউল ইসলাম, এপেক্সঃ নাছিম আহম্মেদ, এপেক্সঃ নুরুল মতিন সৈকত, এপেক্সঃ কৃষ্ণ কুমার চাকী, এপেক্সঃ জাহাঙ্গীর আলম, এপেক্সঃ সুজন সাহা প্রমুখ।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০১৮)