মাদারীপুর প্রতিনিধি : প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে তার জন্মভূমি মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পূর্ব মাইজপাড়া গ্রামে আয়োজন করা হয়েছে দুইদিন ব্যাপী সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদারীপুর জেলার ও কালকিনি উপজেলার স্থানীয় আবৃতিশিল্পীরা সুনীলের প্রখ্যাত লেখা কবিতাবলি আবৃত্তি করেন। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এই অয়োজনে অংশ নিয়ে কবিতা, গান ও নাচ পরিবেশন করেন। সুনীল মেলায় ৫টি স্টল করা হয়েছে। এতে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গ্রন্থাবলি পাওয়া যাবে।

কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, উপজেলার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, দুই বাংলার প্রখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালের ১৩ অক্টোবর উপমহাদেশের কিংবদন্তি এই লেখক পরলোক গমন করেন।

(এএসএ/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০১৮)